শনিবার, ২৫ আগস্ট, ২০১২

হয়ে যান SEO মাস্টার for techtune.com

হয়ে যান SEO মাস্টার [পর্ব-০১] :: সূচনা পর্ব

 বহুদিন আগে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে ধারাবাহিক টিউন করা হয়েছিল । কিন্তু এখন সময়ের সাথে সাথে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন এসেছে। তাই নিজের শত ব্যস্ততার মাঝে নতুন করে টিউন করার তাগিদ অনুভব করছি। নতুন পর্বের এই টিউনগুলোতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর পাশাপাশি blogging, affiliation,online marketing, গুগল এডসেন্স নিয়ে আলোচনা করা হবে। তবে সেটি হবে ধীরে ধীরে। আশাকরি এতে করে অনেকেই উপকৃত হবে। সময়ের কারণে হয়তো প্রতিদিনই টিউন করা সম্ভব হবে না। তবে টেকটিউনস এর পরিবারের সকল সদস্যের কথা ভেবে অবশ্যই নিয়মিত টিউন করবো।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বর্তমান সময়ে একটি বড় ক্ষেত্র অনলাইন জগতে। ওডেস্ক সহ অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটগুলোতে এর ব্যাপক চাহিদা রয়েছে। শুধুমাত্র অন্যের সাইটের জন্য নয়। বর্তমানে একটি সাইট নেই এমন লোকের সংখ্যা নেহাত কম। স্প্যামিং করে ভিজিটর আনা এখন খুবই কষ্টকর। এর চেয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ব্যবহার করে অনেক ভিজিটর আনা সম্ভব নিজের সাইটে। আর ভিজিটরই হল একটি সাইটের প্রাণ। আপনি যদি ব্লগিং করেন তাহলে আপনার সাইটে গুগল এডসেন্স ব্যবহার করতে পারেন। এ জন্য আপনার SEO প্রয়োজন। কেননা আপনার সাইটে যদি কনটেন্ট ইউনিক হয় তাহলে এডসেন্স একাউন্ট পাবেন। আর ভিজিটর আসলে আপনার আয় হবে। এভাবেই আপনার প্রায় প্রতিটি ক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রয়োজনীয়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে আগে টিউন হয়েছে।


বর্তমানে সেই বিষয়গুলো পুনরায় আলোচনা করা হবে না। তবে আপডেট তথ্য জানানো হবে। বর্তমান সময়ে গুগল এর পেঙ্গুইন হট টপিকস। সার্চ ইঞ্জিনের প্রথম দিকে আপনার সাইট রয়েছে কিন্তু একদিন দেখলেন সেটি হুট করেই হাত্তয়া হয়ে গেছে :( কিন্তু কেন? এসকল বিষয়াদি নিয়মিত আলোচনা হবে ধীরে ধীরে। সবাই ভালো থাকবেন।এখানে পূর্বের টিউনগুলো দেখতে পারেন।

কোন মন্তব্য নেই: