শনিবার, ২৫ আগস্ট, ২০১২

চাঁদে প্রথম পদার্পণকারী নীল আমস্ট্রং আর নেই

১৯৬৯ সালে চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানুষ নীল আর্মস্ট্রং আর বেঁচে নেই । শনিবার দুপুর ২:৪৫ মিনিটে ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন । বেশ কিছুদিন আগে তার কার্ডিয়াক বাইপাস সার্জারি করা হয়েছিল , ধারনা করা হচ্ছে সার্জারির ধকল সইতে না পেরে তাঁর মৃত্যু হয়েছে ।
চাঁদে প্রথম পা দিয়ে তিনি নিচের উক্তিটি করেছিলেনঃ
"That's one small step for a man, one giant leap for mankind."
অর্থাৎ,
"এটি একজন মানুষের জন্য ক্ষুদ্র একটি পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল অগ্রযাত্রা"
চাঁদে আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন জুনিয়র অবতরণ করেন, ও ২.৫ ঘণ্টা কাটান।

কোন মন্তব্য নেই: