শেষ
পর্যন্ত ভার্সিটি ভর্তি পরীক্ষা প্রসঙ্গেই লিখতে বসলাম। একটা সিনিয়র
সিনিয়র ভাব নিয়ে বিনামূল্যে জ্ঞান দেওয়ার সুযোগ ছাড়তে চায় কে ?? আর লেখার
জন্যে কলম হাতে নিতেই স্মৃতিকাতর হয়ে পড়লাম। মনে পড়ে গেল জীবনের সেই কঠিন
দিনগুলোর কথা; HSC পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন, চিন্তা আর
প্রত্যাশা নিয়ে কাটানো প্রতিটি দিন! আর এ সময়টাতে যে প্রত্যেকের মানসিক
অবস্থা কেমন থাকতে পারে তা নিজের কিংবা বন্ধুদের অভিজ্ঞতা থেকেই স্পষ্ট হয়ে
উঠে। তার মধ্য অন্যতম হল কোন ভার্সিটিতে কবে পরীক্ষা হবে, কবে ফর্ম ছাড়বে
সেটার খোজ রাখা। তাই আজ সেই খবর ই নিয়ে এলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন