খুলনায় একসঙ্গে ৫ জমজ সন্তান! সুবহানাল্লাহ্!!! এইবার জন্ম নিয়ন্ত্রন করেন পারলে!!
যারা জন্ম নিয়ন্ত্রন নিয়ে লাফালাফি করে দিনকে দিন তাদের মুখে আল্লাহ চড় বসিয়ে দিচ্ছেন। তোমরা দুটি ও একটি সন্তান নিবা, আর আল্লাহ একসাথে ১০ টা দিব। রিজিক কি তুমি দেও??? জন্ম নিয়ে যে এত চিন্তিত??? যখন তুমি ছোট ছিলা মায়ের পেটে ছিলা কে খাওয়াইছিল??? তোমার মা বাপ খাওয়াইছিল??? (যার লাফালাফি করে তাদের বলছি)
খুলনায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক সঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন শিমু বেগম (২৩)। শনিবার সকাল সাড়ে ৯টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তানগুলো প্রসব করানো হয়। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছে। ৫ সন্তানের মধ্যে ১টি ছেলে ও অন্য ৪টি মেয়ে সন্তান।
উল্লেখ্য, এই জটিল সিজারিয়ানের নেতৃত্ব দেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের লেবার গাইনি ইউনিট-২ ওয়ার্ডের প্রধান ডা. জান্নাতুল ফেরদৌসী।
এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট ওয়ার্ডের ডাক্তার, সেবিকা ও সাধারণ দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। সবাই ৫ সন্তান ও তাদের মাকে একনজর দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। (বাংলানিউজ ২৪)
যারা জন্ম নিয়ন্ত্রন নিয়ে লাফালাফি করে দিনকে দিন তাদের মুখে আল্লাহ চড় বসিয়ে দিচ্ছেন। তোমরা দুটি ও একটি সন্তান নিবা, আর আল্লাহ একসাথে ১০ টা দিব। রিজিক কি তুমি দেও??? জন্ম নিয়ে যে এত চিন্তিত??? যখন তুমি ছোট ছিলা মায়ের পেটে ছিলা কে খাওয়াইছিল??? তোমার মা বাপ খাওয়াইছিল??? (যার লাফালাফি করে তাদের বলছি)
খুলনায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক সঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন শিমু বেগম (২৩)। শনিবার সকাল সাড়ে ৯টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তানগুলো প্রসব করানো হয়। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছে। ৫ সন্তানের মধ্যে ১টি ছেলে ও অন্য ৪টি মেয়ে সন্তান।
উল্লেখ্য, এই জটিল সিজারিয়ানের নেতৃত্ব দেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের লেবার গাইনি ইউনিট-২ ওয়ার্ডের প্রধান ডা. জান্নাতুল ফেরদৌসী।
এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট ওয়ার্ডের ডাক্তার, সেবিকা ও সাধারণ দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। সবাই ৫ সন্তান ও তাদের মাকে একনজর দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। (বাংলানিউজ ২৪)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন