শনিবার, ২৫ আগস্ট, ২০১২

মাইক্রোসফটের নতুন লোগো, নতুন আশা, নতুন যুগের সুচনা

সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ২৫ বছর পর তাদের লোগোতে পরিবর্তন আনল। ১৯৮৭ সালের পর এ বছরের ২৩ আগস্ট ‘ইটালিক’ ফন্ট স্টাইলের লোগো বদলে সোজাসাপ্টা চতুষ্কোণ লোগো উন্মোচন করল প্রতিষ্ঠানটি।
২৫বছর হয়েগেল যখন মাইক্রোসফট তাদের লোগো আপডেট করেছিল তাই এখনই পারফেক্ট সময় তাদের জন্য আবার লোগো চেন্জ করার। আর এবছরটা খুবই গুরুত্বপুর্ন কারন এবছরই মাইক্রোসফট তাদের মোটামুটি সকল পন্যের নতুন ভার্সন রিলিজ করতে যাচ্ছে । উইন্ডিজ ৮ থেকে উইন্ডোজ ফোন ৮, এক্স বক্স থেকে মাইক্রোসফট অফিসের পরবর্তী ভার্সন পর্যন্ত।
মাইক্রোসফটের মতে আপনি সবগুলোর প্রডাক্টের মাঝে একটি কমন লুক এবং ফিল পাবেন যা আপনাকে দেবে পরিচিত এবং নিখুত একই রকম অভিজ্ঞতা/অনুভব পাবেন কম্পিউটারে , মোবাইলে ও টিভিতে যা আপনার কাজকে করবে আরো সহজ। মাইক্রোসফটের নতুন লোগো শুধু নতুন প্রোডাক্টের জন্যই নয় এটি জানান দিচ্ছে নতুন সুচনার নতুন আশার।
এখন থেকে দেখবেন মাইক্রোসফটের নতুন লোগো সকল স্থানে ব্যাবহ্যত হতে। এটা দেখতে পাবেন মাইক্রোসফটের ওয়েব সাইটে যা কিনা বিশ্বের ১০ম ব্যাবহ্যত ওয়েব সাইট এছারাও মাইক্রোসফটের টিভি এ্যডেও এই নতুন লোগোর ব্যাবহার দেখতে পাবেন এছারাও মাইক্রোসফটের সকল মাকের্টিংএ এই নতুন লোগো শোভা পাবে। তাদের সকল কিছুতে এই লোগো পরিবর্তনে যদিও কিছু সময় লাগবে তাই কিছু কিছু প্রোডাক্টে আপনি হয়তো পুরাতন লোগো দেখতে পারবেন।
জেফ হ্যনসেন (জেনারেল ম্যনেজার, ব্রান্ড স্ট্রাটেজি- মাইক্রোসফট) টেকনেট ব্লগে বলেন : "We’re excited about the new logo, but more importantly about this new era in which we’re re imagining how our products can help people and businesses throughout the world realize their full potential"

কোন মন্তব্য নেই: