সোমবার, ২৩ জুলাই, ২০১২

খুলনায় একসঙ্গে ৫ জমজ সন্তান! (ছবি সহ) সুবহানাল্লাহ্‌

খুলনায় একসঙ্গে ৫ জমজ সন্তান! সুবহানাল্লাহ্‌!!! এইবার জন্ম নিয়ন্ত্রন করেন পারলে!!
যারা জন্ম নিয়ন্ত্রন নিয়ে লাফালাফি করে দিনকে দিন তাদের মুখে আল্লাহ চড় বসিয়ে দিচ্ছেন। তোমরা দুটি ও একটি সন্তান নিবা, আর আল্লাহ একসাথে ১০ টা দিব। রিজিক কি তুমি দেও??? জন্ম নিয়ে যে এত চিন্তিত??? যখন তুমি ছোট ছিলা মায়ের পেটে ছিলা কে খাওয়াইছিল??? তোমার মা বাপ খাওয়াইছিল??? (যার লাফালাফি করে তাদের বলছি)


খুলনায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এক সঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন শিমু বেগম (২৩)। শনিবার সকাল সাড়ে ৯টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তানগুলো প্রসব করানো হয়। বর্তমানে মা ও সন্তানরা সুস্থ আছে। ৫ সন্তানের মধ্যে ১টি ছেলে ও অন্য ৪টি মেয়ে সন্তান।
উল্লেখ্য, এই জটিল সিজারিয়ানের নেতৃত্ব দেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের লেবার গাইনি ইউনিট-২ ওয়ার্ডের প্রধান ডা. জান্নাতুল ফেরদৌসী।
এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট ওয়ার্ডের ডাক্তার, সেবিকা ও সাধারণ দর্শনার্থীদের ভিড় বেড়ে যায়। সবাই ৫ সন্তান ও তাদের মাকে একনজর দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েন। (বাংলানিউজ ২৪)
Read more ...

সোমবার, ১৬ জুলাই, ২০১২

মাত্র ১ ক্লিকেই আপনার আইপি ঠিকানাকে সবার নজর-দৃষ্টি হতে দূরে রাখুন! সেইসাথে গোয়েন্দাগিরীর মজা নিন!!


কাজের তাগিদে বিভিন্ন সময়ে আমাদের আইপি হাইড করবার প্রয়োজন পড়ে।যেমন- কোন গুরুত্বপূর্ণ কাজ করতে, সন্দেহজনক অবস্থান থেকে দূরে থাকতে, কোন নজরদারী এড়িয়ে চলতে ও ক্ষেত্র বিশেষ হ্যাকিং করতে। এর মধ্য আমরা অনেকেই বিভিন্ন আইপি হাইড সফটওয়্যার ব্যবহার করে থাকি যেমন- – Real Hide IP, Mask Hide IP, Easy Real Hide IP, Easy Hide IP ইত্যাদি। এদের প্রত্যেকের কাজের ধারা প্রায় একই রকম। অনেক IP ভেন্ডর অআবার ভিন্ন নাম দিয়ে অন্য একটি প্রোডাক্টও বাহির করেন। যেমন- বর্তমানে Mask Hide IP নামে যে সফটওয়্যারটা আছে তা – Real Hide IP কোম্পানীরই তৈরি।

আমরা পিসি ব্যবহারকারী অনেকেই হয়ত এই রকম কোন সফটওয়্যার ব্যবহার করছি। তাও হয়ত পূরাতন ভার্সনের কিংবা ডেমো ভার্সনের। যাইহোক আজ আমি আপনাদেরকে আইপি লুকানোর সেরা একটি সফটওয়্যার উপহার দিব তাও আবার সর্বশেষ সংস্করনের।
বর্তমানে বাজার ও ব্যবহারকারীর দিক থেকে এটি শীর্ষ অবস্থানে রয়েছে। প্রায় ৪৫ মিলিয়ন ইউজার রয়েছে। এর নাম – Real Hide IP। এর সর্বশেষ সংস্করন হল-৪.২.১.৮।
বর্তমানে এর বাজার মূল্য প্রায় ৪৯ ডলার। কি ঘাবড়ে গেলেন নাকি? ভয় পাবার কিছুই নাই। আমি আপনাদেরকে এই সফট ওয়্যারটি ক্রাক করে দিয়েছি।

আসুন এক নজরে স্কীন শর্টের মাধ্যমে জেনে নিই এর কি সুবিধা আছে-
এটা কিভাবে কাজ করে?

কিভাবে পিসিতে ব্যবহার করবেন?
প্রথমে আমার প্রেরিত ডাউনলোড লিংক হতে ফাইলটি নামিয়ে নিন। মাত্র ৫ মেগাবাইটের ফাইল। ফাইলটি নামিয়ে দেখবেন এর মধ্য ২ টি অংশ রয়েছে তথা-Real Hide IP ইনষ্টল ফাইল ও অন্যটি ক্রাক ফাইল।
১। প্রথমে Real Hide IP ফাইলটি ইনষ্টল করে নিন। কিন্তু প্রথমত এটি চালু করবেন না। যখন দেখবেন যে, ইনষ্টল শেষে  চিত্রনুযায়ী একটি স্কীন অআসবে। সেখান হতে Run Real ……IP অপশন হতে টিক মার্ক উঠিয়ে দিতে হবে।

৩। আইপি ঠিকানা লুকানোর জন্য Choose IP Coutry তে ক্লিক করে যে কোন দেশ সিলেক্ট করে Hide IP অপশনে ক্লিক করলেই হবে-

৪।ইচ্ছা করলে আপনি কাষ্টমাইজ কিছু করতে চাইলে Settings অপশন হতেও কাজ করে নিতে পারেন।

ব্যস কাজ শেষ। এবার নিশ্চিন্তে ব্যবহার শুরু করুন আইপি লুকানোর। মূলকথা নিজেই নিজের আইপি লুকিয়ে গোয়েন্দাগিরীর কাজ শুরু করতে পারেন।
যারা আগ্রহীগণ সফটওয়্যারটি ডাউন লোড করতে নিচের লিংকে ক্লিক করুন-
Password: cfbtru                 





      ((((((((((collected)))))))))))))post
Read more ...

আপনার কম্পিউটার থেকে SMS করুন যত খুসি ততো

আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? আমি আজ আপনাদের সাথে একটি সাইট সেয়ার করবো যেখান থেকে আপনি যত খুসি sms পাঠাতে পারবেন মোবাইলে ।

এ জন্য আপনাকে নিচের দেয়া লিঙ্কে গিয়ে ৫ সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং ৫ সেকন্ড পর ডান দিকের skip বাটনে ক্লিক করতে হবে তাহলে মোবাইল নম্বার চাইবে এবং sms লিখার বক্স আসবে । sms লিখে send sms বাটনে ক্লিক করুন । আপনি যে দেশে পাঠাতে চান উপরে সেই দেশ সিলেক্ট করে দিন ..কাজ শেষ ।
SEND FREE SMS
Read more ...

উপহার নিন একটি পরিপূর্ণ “ODESK” টিউটোরিয়াল গাইড এবং সাথে যাবতীয় ফ্রী বই নামানোর ডাউনলোড ঠিকানা!!


পিসি হেল্প লাইনে প্রত্যেকের জানাই সালাম ও শুভেচ্ছা। অনেকেই জানিযে, ইন্টারনেটে ইনকামের অনেকগুলো সাইট রয়েছে। এর মধ্য নতুন সাইট হিসাবে ODESK যুক্ত হয়েছে। বিশেষ করে বাইরের দেশগুলোতে ODESK এ- কাজ করার প্রবণতা বেশী বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাংলাদেশে ODESK এর অবস্থান ৩য়, প্রতিনিয়তই নতুনভাবে ফ্রিল্যান্সারগণ এই সাইটে যুক্ত হচ্ছেন। তাছাড়া মাসখানেক পূর্বে ঢাকাতে ২/৩ কর্মশালা ও সেমিনার হয়ে গেছে ODESK কে নিয়ে। বর্তমানে তো লোকসাধারনের মুখে মুখে ODESK এর নাম। আসলে আমাদের দেশে ODESK ও একটি প্রযুক্তি ব্যান্ড হয়ে দাড়িয়েছে।
আমাদের দেশে যারা ফ্রিল্যান্সার হিসাবে যারা স্বপ্ন দেখছেন তাদের অনেকের আগ্রহ থাকছে ODESK কি? কিভাবে কাজ করতে হয়, কিভাবে ODESK এ- পরীক্ষা দিতে হয় ইত্যাদি বিষয়াবলী সম্পর্কে। কিন্তু সঠিক গাইড লাইন বা ইনফরমেশন গুলো না থাকাতে অনেকেরই বুঝতে অসুবিধা হচ্ছে কি করবেন বা কার নিকট হতে সহায়তা পাবেন? চিন্তার কোন কারন নাই আজ আমি আপনাদেরকে!
ODESK” টিউটোরিয়াল গাইড গাইড উপহার দিচ্ছি। এটি ডাউনলোড করে পড়লেই অনেক কিছু জানতে পারবেন ও কিছুটা হলেও আশ্বস্ত হতে পারবেন।
যারা আগ্রহী তারা ডাউনলোড করতে এই খানে ক্লিক করুন-
Read more ...

রবিবার, ১৫ জুলাই, ২০১২

মিয়ানমারে মুসলিম নিধন : নোবেল বিজয়ী সুচি’র দুঃখজনক নীরবতা

মিয়ানমারের আরাকান অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক নিধনযজ্ঞের বিরুদ্ধে উচ্চবাচ্য বা প্রতিবাদ না করায় তীব্র সমালোচনার মুখে পড়ছেন দেশটির নোবেল বিজয়ী বিরোধী নেত্রী অং সান সুচি। অনেকেই তার এ নীরবতাকে রহস্যজনক এবং একইসঙ্গে দুঃখজনক বলে অভিহিত করেছেন। সরকারি ইন্ধনে চলা মুসলিম-বিরোধী এ দাঙ্গায় বহু মানুষ নিহত হলেও সুচির নীরবতায় হতাশ হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ। এ জন্য তারা কথিত গণতন্ত্রী ও ‘বেসামরিক খোলসের সামরিক সরকার’-এর পাশাপাশি সুচিকেও অপরাধের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। তার এ নীরবতার কারণে এ সমস্যা দিন দিন প্রকট হচ্ছে বলেও মনে করেন তারা। সুচির মতো সংগ্রামী ও ‘আপোষহীন’ নেত্রীর এমন নীরবতার সুযোগে মিয়ানমারের সাবেক জান্তা ও বর্তমান প্রেসিডেন্ট থিন সেইন বলেছেন, “চলমান সমস্যার একমাত্র সমাধান হচ্ছে প্রায় দশ লাখ রোহিঙ্গা মুসলমানকে জাতিসংঘ পরিচালিত শরণার্থী শিবিরে পাঠানো।” তিনি আরো বলেছেন, “যদি তৃতীয় কোনো দেশ তাদেরকে গ্রহণ করতে রাজি হয় তাহলে আমরা তাদেরকে সেখানে পাঠাব এবং আমরা এ ইস্যুর এটাই সমাধান বলে মনে করি।”  তবে, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন এ ধারণাকে নাকচ করে দিয়েছে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক কমিশন বলছে, দশকের পর দশক বৈষম্যের কারণে রোহিঙ্গা সমস্যার সমাধান করা যায়নি বরং অচলাবস্থায় রয়ে গেছে। এসব রোহিঙ্গা মুসলমান তাদের ওপর চলাচলের বিধি-নিষেধের শিকার। শুধু তাই নয়- তারা ভূমির অধিকার, শিক্ষা ও সাধারণ সরকারি সেবা থেকেও বঞ্চিত। গত দু’বছর সরকারি নিপীড়নের কারণে বহু রোহিঙ্গা মুসলমান মিয়ানমার ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দেশটির সরকার তাদেরকে সে দেশের নাগরিক বলে স্বীকার করে না বরং তাদেরকে অভিবাসী বলে মনে করে। অথচ, এসব রোহিঙ্গা মুসলমান কয়েকশ’ বছর ধরে মিয়ানমারে বসবাস করছে। মিয়ানমার সরকারের এ ধরনের সিদ্ধান্তকে অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন বহু আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক।
Read more ...